শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে, কাজ করি এক সাথে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাচোল উপজেলা প্রশাসন ও ডাসকো ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ফায়ার সার্ভিসের মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১।
এ লক্ষ্যে বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহমেদের নেতৃত্বে পরিষদ মাঠে ফায়ার সার্ভিসের দুর্যোগপূর্ণ বিভিন্ন মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদ, সমাজসেবা অফিসার আল গালিব, মাধ্যমিক শিক্ষা অফিসার আ .ফ .ম হাসান ও সহকারি শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান।
আজকের দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্যর মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় সবাইকে একসঙ্গে ও সমন্বিতভাবে ইউএনও শরিফ আহমেদ কাজ করার আহবান জানান । সেই সাথে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি প্রশমনে জনগণের সম্মিলিত প্রচেষ্টা সরকারি বেসরকারি সংস্থা গণমাধ্যম ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি প্রত্যাশা করেন। আজকের তানোর