রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২৫ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
বরেন্দ্র অঞ্চলের আদিবাসী বা ক্ষুদ্র-নৃগোষ্ঠীর পরিবারগুলোকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনতে বুথ উদ্ধোধন করা হয়েছে। তাবিথা ফাউন্ডেশন ও আমনুরা রোটারী কমিউনিটি কোরের সহগোগিতায় আজ (৪ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউপি’র আমনুরা লুথারেন মিশন হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন বুথের শুভ উদ্ধোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (টিএইচও) ডা. এম এ মাতিন।
এসময় উপস্থিত ছিলেন, আমনুরা লুথারেন মিশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক স্টেফান সরেন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মেডিকেল অফিসার ডা. আসলাম হোসেন, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল হক (মতু), আমনুরা রোটারী কমিউনিটি কোরের সভাপতি প্রদীপ হেমব্রম ও মিশন হাসপাতালের ম্যানেজার মার্কুস মূর্মু প্রমুখ।
উদ্ধোধনের প্রথম দিনেই আজ শনিবার ১৬১ জন আদিবাসী নারী-পুরুষকে ভ্যাকসিন দেয়া হয়।
এব্যাপারে আমনুরা লুথারেন মিশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক স্টেফান সরেন বলেন, বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র-নৃগোষ্ঠীরা অনেক অবহেলিত। এ মিশন হাসপাতালে অত্র অঞ্চলের গরীব-দুখিরা অল্প খরচে চিকিৎসা সেবা পেয়ে থাকেন।
তিনি আরও বলেন, আমরা সকল আদিবাসীদের ভ্যাকসিনের আওতায় আনতে সরকারের কাছে একটি টিকা কেন্দ্র (বুথ) দাবি করেছিলাম। আজ সে দাবি পূরণ হয়েছে। অনেক আদিবাসী পরিবার এখন এ মিশন হাসপাতালে ভ্যাকসিনসহ সকল সেবা পাবে সহজেই। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আজকের তানোর